খেলা

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

  নীলাকাশ টুডেঃ ২৭ জুলাই ২০২৩ , ৭:০৪:২০ প্রিন্ট সংস্করণ

 

২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র -মেক্সিকো-কানাডা। মূল বিশ্বকাপের বাছায় পর্বের জন্য এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তরে যৌথ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মুখোমুখি হবে বাংলাদেশ-মালদ্বীপ।

বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। ফলে ১২ অক্টোবর মালদ্বীপের ঘরের মাঠে বিশ্বকাপ বাছায়ের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর ফিরতি পর্বের ম্যাচ ঢাকায় খেলতে আসবে মালদ্বীপ। এই দুই ম্যাচের জয়ী দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাফে মালদ্বীপকে হারানোয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে পৌচ্ছানো

আরও খবর: খেলা