সারাদেশ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ৪:২৪:৪২ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাটের আদিতমারীতেলা বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।। এ সময় কয়েকজন আহত হয়। পরে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসপাতালে মারা যান।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত মোঃ জাহাঙ্গীর (৪৮)  লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

জানা যায়, দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপে সেখানে  উভয় দলের কমপক্ষে ৫ জন আহত হয়।

এদিকে সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে হরতালের সমর্থনে বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপির সাথে পুুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হয়।

আহতদের হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহাঙ্গীর (৪৮) নামে একজন মারা যান, এসময় গুরুতর আহত আরও ২ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে এবং রাজু নামে আরেক স্বেচ্ছাসেবক লীগের নেতা গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরও খবর: সারাদেশ