সারাদেশ

বাসে বিদেশি মদ-ইয়াবাসহ হেলপার ও সুপারভাইজার আটক

  ভোলা প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৫:২১:০১ প্রিন্ট সংস্করণ

 

ভোলায় চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বিদেশি মদ ও ইয়াবাসহ ওই বাসের হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে ভোলা সদর ইলিশা ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মিজান ভোলা চরফ্যাশন উপজেলার ভুইয়ারহাট ইউনিয়ন ও আরিফ চরফ্যাশন পৌরসভার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলায় চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাসটি ইলিশা ফেরিঘাটে এলে তল্লাশি করা হয়। এসময় বাসে থাকা একটি বস্তাতে বিদেশি মদ (হুইস্কি) ও ৪ রোল ফয়েল পেপার এবং ১ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে বাসের সুপার ভাইজার মিজান (৩২) ও হেলপার আরিফকে (২০) আটক করে পুলিশ। এ রুটে তারা দীর্ঘদিন ধরে মাদক আনা-নেওয়া করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা ফেরিঘাট চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহনে অভিযান চালায়। এসময় গাড়ির সুপার ভাইজারের কাছে থাকা একটি বস্তায় বিদেশি মদ ও ইয়াবা পাওয়া যায়। প্রাথমিকভাবে তারা এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক দুইজনকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর: সারাদেশ