আন্তর্জাতিক

বাইডেনের মুখে কিসিঞ্জারের সুর!

  প্রতিনিধি ৩ জুন ২০২২ , ৫:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হলে বা চলমান যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে তাদের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, কোনো অঞ্চল তারা ছাড়বেন না।

এমনও শোনা গেছে জার্মানি, ফ্রান্স ও ইতালির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তির জন্য ইউক্রেন যেন তাদের কিছু অঞ্চল বিসর্জন দেয়।

তাছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারও বলেছিলেন, শান্তির স্বার্থে এটি করা যায়।

প্রেসিডেন্ট জো বাইডেনও হেনরি কিসিঞ্জারের মতো অনেকটা এরকম ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি সরাসরি বলেননি কিছু।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইউক্রেনের অঞ্চল ছেড়ে দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হয়।

এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, এটি ইউক্রেনের ব্যাপার।

তবে তিনি সঙ্গে এও বলেছেন, তার মনে হচ্ছে একটা সময় রাশিয়া-ইউক্রেনকে আপোষ করতে হবে।

এ ব্যাপারে বাইডেন বলেন, আমি তাদের বলব না তাদের কি করা উচিত আর কি করা উচিত না।

তিনি আরও বলেন, শুরু থেকে আমি বলেছি- কিন্তু সবাই আমার সঙ্গে একমত হয়নি-ইউক্রেন ও ইউক্রেন ছাড়া যা বলেছি, এটি তাদের অঞ্চল। আমি তাদের বলব না তাদের কি করা উচিত আর কি করা উচিত না।

এরপরই বাইডেন বলেন, ‘মনে হচ্ছে’ একটা সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে আপোষ করতে হবে। কি হবে, আমি জানি না।

অবশ্য বাইডেন এর আগে বলেছেন, ইউক্রেনকে তারা এমন একটি অবস্থানে পৌঁছে দেবেন, যেখান থেকে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে।

সূত্র: সিএনএন

আরও খবর: আন্তর্জাতিক