অর্থনীতি

নুরনগরে সুদখোরের ফাঁকা চেক দিয়ে বিপদে অসহায় একটি পরিবার! পর্ব ৪

  প্রতিনিধি ২ আগস্ট ২০২২ , ৬:৪০:২৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ নুরুজ্জামানঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে সুদখোরের ফাঁকা চেক দিয়ে বিপদে পড়েছে অসহায় একটি পরিবার! ভুক্তভোগী ওই পরিবারের স্বামীও পলাতক রয়েছে। ভুক্তভোগীর ভার্ষমতে বিপদে পড়ে ৪০ হাজার টাকা নিয়ে ছিলেন এক সুদখোরের কাছ থেকে, ওই সুদখোর সিকিউরিটি হিসেবে একটি ফাঁকা চেক নিয়েছিলেন। বর্তমানে ৪০ হাজার টাকার বিনিময়ে ৪ লক্ষ টাকা নেওয়ার পরও আসল টাকা পরিশোধ হয়নি। উল্টো ৪০ হাজার টাকার বিনিময়ে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছেন ফাকা চেক নেওয়া ওই সুদখোর।

অনুসন্ধানে জানা গেছে, ওই সুদখোর নুরনগর বাজারের সেরা সুদখোরদের মধ্যে একজন এবং কেউ বিপদে পড়ে তার কাছে আসলেই আগে ফাঁকা চেক নেন তিনি। ফাঁকা চেক নেওয়ার পরে তিনি আসল টাকা পরিশোধ করে নিতে চান না। সুদের সুদ তারও সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ হিসেব করে টাকা না দিলে ফাঁকা চেকে নিজের ইচ্ছে মত অংক বসিয়ে নেন। এর পর মামলার ভয়সহ জীবননাশ ও মানহানি করারও হুমকি ধামকি দিচ্ছেন। ভুক্তভোগী পরিবারের কর্তা আর্থিক সংকট ও পাওনাদারের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এর পরও ওই সুদখোর এই অসহায় পরিবারের উপর মানষিক নির্যাতন করে যাচ্ছেন। ভুক্তভোগী ওই পরিবারের লোকজন সুদখোরদের ভয়ে নীলাকাশ টুডে এর সাথে গোপনে কথা বলেছেন। এই প্রতিবেদকের কাছে তারা জানান, আমার যদি উপকার করতে পারেন তাহলে করবেন, যদি উপকার না করতে পারেন তাহলে পত্রিকায় লেখার দরকার নেই। যার ফলে আমরা ভুক্তভোগী ও ওই সুদখোরের পরিচয় প্রকাশ করলাম না। তবে এ ব্যপারে যদি সংশ্লিষ্ট প্রশাসন তাদের কোন উপকার আসবে মনে করে তাহলে তাদের উভয়ের নাম ভুক্তভোগী ও সুদখোর এর নাম প্রকাশ করা হবে। চলবে,,,

আরও খবর: অর্থনীতি