জাতীয়

ডেঙ্গুতে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের

  ঢাকা অফিস ১১ আগস্ট ২০২৩ , ৫:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ

 

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবার এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক। ডা. শরীফা বিনতে আজিজ নামে ওই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি জানান, ঢাকা মেডিকেলে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. শরীফা। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ঢামেকে আনা হয়।

স্বজনরা জানায়, ঢাকা মেডিকেলে ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ আগস্ট জ্বরে আক্রান্ত হন শরিফা। এরপর ডেঙ্গু ধরা পড়লে ছুটিতে চলে যান তিনি। কিন্তু কয়েকদিন পরে শারীরিক অবস্থার অবনতি হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

শরীফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায়।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান আলমিনা দেওয়ান মিশু নামে এক নারী চিকিৎসক। গত ৭ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান।

আরও খবর: জাতীয়