জাতীয়

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু

  ঢাকা অফিস ১৯ জুলাই ২০২৩ , ২:২২:৫৭ প্রিন্ট সংস্করণ

 

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই মৃত্যু ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো রোগী। সেইসঙ্গে ভাঙছে প্রতিদিনের মৃত্যু এবং আক্রান্তের রেকর্ডও। চলতি বছরে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে এক দিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১৪৬ জন। একই সময়ে আরও ১ হাজার ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর: জাতীয়