জাতীয়

জারি করা হয় সতর্কবার্তা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৪:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বেশিরভাগ অংশ অন্ধকারে চলে যাওয়ায় সড়ক, মহাসড়ক ও বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ পুলিশের প্রতিটি মেট্রোপলিটন এলাকায় টহল বাড়ানো হয়েছে। সড়কে সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জেনারেটরের বিকল্প ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়তি সতর্কতা রাখা হয়েছে পুজাম পগুলোতেও।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, রাজধানীর সব থানাকে বিভিন্ন অলিগলিতে টহল টিম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে ছিনতাই প্রতিরোধে মোটরসাইকেলে টহল, সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। বিদ্যুৎ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এদিকে সড়কে টহল বৃদ্ধি করছে র‌্যাব।

দেশের সব ব্যাটালিয়ন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আরও খবর: জাতীয়