জাতীয়

জামায়াত সমাবেশের অনুমতি পেয়েছে কিনা জানালো পুলিশ

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ৪:১৪:২৬ প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস

আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াত ইসলামী। এরপরেও যদি জামায়াত সমাবেশ করার জন্য মাঠে নামে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

তবে জামায়েত ইসলামীর পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে, তারা সমাবেশ করবে। এ বিষয়ে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও যদি তারা সমাবেশ করতে মাঠে নামে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই জামায়াতকে আগামীকাল ছাড় দেওয়া হবে না।

আরও খবর: জাতীয়