সারাদেশ

চিতলমারী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৪:০০:০৪ প্রিন্ট সংস্করণ

 

শাহিদুল ইসলাম (বাগেরহাট বিশেষ)প্রতিনিধি।

প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০-১৪ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেনীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিত ভাবে ১৪ই ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণত সম্পাদক শিক্ষাবিদ পীযুষ কান্তিরায়, জয়েন সেক্রেটারী অবনী মোহন বসু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম -আহবায়ক এস এম মাহাতাবুজ্জামান, আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারন সম্পাদক রবীন হীরা ও সাংবাদিকগন।

আরও খবর: সারাদেশ