রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, সরকারি চাকরি জীবীদের উদ্দেশে যা বললেন ফখরুল

  সূত্র কালবেলা ২৫ জুলাই ২০২৩ , ৫:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির সুরক্ষার নিশ্চিত করা হবে।

তিনি অঙ্গীকার করেন, তাদের বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। উপরন্তু, বিগত ১৫ বছর যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত, বাধ্যতামূলক অবসরপ্রদান, দীর্ঘদিন ওএসডি রাখা এবং পদোন্নতি বঞ্চিত করা হয়েছে- তাদের প্রতিও ন্যায়বিচার করা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সিভিল ও পুলিশ প্রশাসনের অতি নগণ্যসংখ্যক দুর্নীতিপরায়ণ ও দলবাজ কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায় যে, অনির্বাচিত ও অবৈধ আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে; এমন অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যেসব কর্তৃপক্ষের বেআইনি আদেশে কিংবা চাপে পড়ে বিতর্কিত কাজ করতে বাধ্য হয়েছেন, যা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তীতে অন্যায়, অবৈধ ও বেআইনি বলে পরিগণিত হবে- সেসব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বিএনপির আহ্বান হলো- এখন থেকে তারা যদি আর এরূপ অন্যায়, অবৈধ ও বেআইনি কোনো কাজ না করেন, তাহলে তাদের পূর্ববর্তী ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।’

মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা (আচরণ) বিধি-১৯৭৯ এর উল্লেখ করে বলেন, এই বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেবল আইনানুগ আদেশ ও নির্দেশ মেনে চলতে বাধ্য। কিন্তু বেআইনি আদেশ মানা বা বাস্তবায়নে বাধ্য নন। এ দেশের সন্তান হিসেবেও দেশে আইনের শাসন সমুন্নত রাখা আমাদের সবার কর্তব্য।’

তিনি বলেন, ‘বিএনপি একান্ত ভাবেই প্রত্যাশা করে যে, সরকারি কর্মকর্তা- কার্মচারীগণ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ না করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে তার গুলশানের বাসা ফিরোজায় সাক্ষাৎ করার পরই প্রশাসনের উদ্দেশে এমন বার্তা দিলেন মির্জা ফখরুল।

আরও খবর: রাজনীতি