জাতীয়

ওমান থেকে ৮৬ লক্ষ টন কয়লা আসা প্রসঙ্গে

  নীলাকাশ টুডেঃ ৬ জুন ২০২৩ , ১০:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

 

 

 

ছাত্রলীগ যুবলীগ সহ ম্যাক্সিমাম আওয়ামী সেনাদের টাইমলাইনে একটি খবর দেখা যাচ্ছে, ওমান থেকে কয়লা আশা নিয়ে।
মোটামুটি আমি ১০-১২ জনের পোস্টে কমেন্ট করে জানতে চেয়েছিলাম এই নিউজের সোর্স কি?
কোথা থেকে তারা পেল এই খবর? কিসের ভিত্তিতে এই পোস্ট করল, কোন প্রমাণ আছে তাদের কাছে??

কিন্তু কেউই কোন উত্তর দিতে পারল না। সবাই বলে আসলে দেখতে পারবেন। যে কেউ এই গুজবটা ছড়িয়েছে আর বাকিরা সবাই শুধু কপি পেস্ট।
সত্যতা যাচাই না করেই শুধু কপি আর কপি। দলের ভাবমূর্তি উন্নয়ন করার জন্য এইসব কপি বাজি চলছে।

প্রথমত, ৭৭ টি জাহাজে প্রায় ৮৬ লক্ষ টনের বেশি কয়লা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা সম্ভব না।
এতে করে প্রতি জাহাজে ১ লক্ষ ১০ হাজার মেট্রিক টন এর বেশি কয়লা নিয়ে ঢুকতে হবে, যা বাংলাদেশের পোর্ট গুলোতে যে পরিমাণ পানি আছে তাতে কোনভাবেই ঢোকা সম্ভব নয়, অতীতে এত মাল নিয়ে কোন জাহাজে প্রবেশ করেনি।

দ্বিতীয়ত, এটা যে গুজব তার পিছনে অনেকগুলো প্রমাণ পাওয়া যায়। যেমন, এই খবর কোন মিডিয়া বা পত্রিকা প্রকাশ করেনি। এত বড় একটা নিউজ হলে অবশ্যই প্রচার করতো। শুধু প্রচার করত না, বারবার প্রচার করত। এটা হেডলাইন হিসেবে থাকতো প্রতিটি চ্যানেলের। কিন্তু কোথাও এরকম কোন খবর পাওয়া যায়নি। শুধু পাওয়া গেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগের টাইমলাইনে। যা একজনের পোস্ট থেকে শুধু অন্যজন কপি করেছে।
তারা কেউ প্রমাণ খোঁজারও চেষ্টা করেনি। তারা চিন্তা করেছে, এটা কপি পেস্ট করলে আমাদের সুনাম বাড়বে, হোক সত্য বা মিথ্যা।

তৃতীয়ত, তারা যে এখন গুজব রটিয়ে ভালো হওয়ার চেষ্টা করবে তা সবাই বুঝি। তাছাড়া মানুষের এটেনশন ঘুরানোর চিন্তা তো আছেই।

যদি এই খবর সত্যই হতো, কেউ না কেউ তো কোন প্রমাণ দিতে পারতো অবশ্যই।

ভাই যদি কয়লা আসে তাহলে আমরা খুশি, কিন্তু মিথ্যা আশ্বাস দিয়েন না। মিথ্যা বলে বিদ্যুৎ খাতের চুরির ব্যপারটি আটকাতে পারবেন না। আপনাদের চুরির ব্যাপার এখন সবাই জানে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে তাকে সাধুবাদ জানাবো। অযথা অমুক ভাই পোস্ট করেছে, তমুক ভাইয়ের টাইমলাইন থেকে পেয়েছি এইসব বলে জনগণকে হয়রানি করিয়েন না। গলাবাজি আর মিথ্যাবাজি বন্ধ করেন। সময় ঘনিয়ে এসেছে। ফেসবুক থেকে সংগৃহীত

আরও খবর: জাতীয়