খেলা

এশিয়ার মঞ্চে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

  নীলাকাশ টুডেঃ ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশের অ্যাথলেটিকসের বিশেষ দিন আজ। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটিই সবচেয়ে বড় সাফল্য।

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছেন ৬.৫৯ সেকেন্ড। এর আগে বাংলাদেশের কেউ এ পর্যায়ে স্বর্ণ জিততে পারেননি।

 

আজ সকালেই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তখন তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড।

তখন পর্যন্ত তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

আজ বিকেলে এশিয়াডের সেমিতে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের রেকর্ড।

 

এরপর রাতে ফাইনালে সময় নেন ৬.৫৯ সেকেন্ড। এটি এখন তার ক্যারিয়ার সেরা টাইমিং।

আরও খবর: খেলা