সারাদেশ

অগ্নিদগ্ধদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে হেলাল আকবর চৌধুরী

  প্রতিনিধি ৯ জুন ২০২২ , ৩:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকু নিয়ে চট্টগ্রামের মানুষ সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন। এটি সত্যিই অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (৮ জুন) দুপুর বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেদিনের ঘটনার পর থেকে কেউ ছুটেছেন রক্ত নিয়ে আবার কেউ চিকিৎসাসামগ্রী নিয়ে।

এক কথায় যার যেটুকু সামর্থ্য রয়েছে সবটুকু দিয়েই পাশে থেকেছেন। এখন রোগীদের দেখতে অনেকেই ভিড় করছেন।

আগুনে দগ্ধ রোগীদের পাশে ভিড় করা যাবে না। ভেতরে না গিয়ে, বাইরে থেকেও তাদের পাশে থাকা যায়।
এতে করে রোগী ইনফেকশন হওয়া থেকে বেঁচে যায়।

আরও খবর: সারাদেশ