জাতীয়

৩৬ নারী-পুরুষকে নতুন জীবনের সন্ধান দিলো র‌্যাব

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৬:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ অপরাধে জড়ানোর ঝুঁকি রয়েছে—কক্সবাজারের বিভিন্ন এলাকার এমন ৩৬ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করেছে র‌্যাব। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সেলাই মেশিন।

অপরাধে জড়ানোর আগেই এসব নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়েছে। এখন তারা কক্সবাজারের পর্যটন শিল্পে এবং নিজ পরিবারে গঠনমূলক ভূমিকা রাখবেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের লং বিচ হোটেলের বলরুমে ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা কেউ অপরাধী না। তবে জড়ানোর সম্ভাবনা ছিল। কক্সবাজারে দারিদ্র্য ও কর্মসংস্থান কম, এমন সব এলাকা থেকে তাদের বাছাই করা হয়েছে। তাদের আলো দেখিয়েছে র‌্যাব। তারা এখন কাজ করে পরিবারে অবদান রাখবে।’

জানা গেছে, মূলত যারা দীর্ঘদিন ধরে বেকার ও যাদের আশপাশে বা পরিবারে অপরাধী রয়েছে, তাদের মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, সেসব বেকার মানুষকে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। র‌্যাব এই উদ্যোগ নিয়েছে। যা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে মাস্টার প্রজেক্ট হিসেবে কক্সবাজারকে বেছে নিয়েছে র‌্যাব। পরবর্তী সময়ে অন্যান্য জেলায়ও এই কার্যক্রম শুরু হবে।

প্রথম দফায় ২৫ জন পুরুষ ও ১১ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তারা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সংযুক্ত করবেন।

র‌্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সারা দেশে যে মামলা হয়, তার ৪০ শতাংশ মাদকের মামলা। আমরা প্রতিবছর অনেক মাদক উদ্ধার করি। কিন্তু মাদক কারবারিরা তাদের পাচারের ধরন পরিবর্তন করে, আমরাও অভিযানের ধরন পরিবর্তন করি।’

তিনি বলেন,‘মাদক প্রতিরোধে আমরা কিছু গঠনমূলক, সৃজনশীল ও গবেষণামূলক কাজ করেছি। যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে, তাদের আমরা খোঁজ-খবর নিচ্ছি, যোগাযোগ রাখছি। যারা যে কাজ করতে চায়, সেই কাজ করার সুযোগ করে দিয়েছি।’

৬টি বিষয়ে নিয়ে ৩৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষণ নেওয়া তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ‘পর্যটন ও কক্সবাজারের পর্যটন সেক্টরের পরিবেশ উন্নয়নে আমরা ভূমিকা রাখবো।’

সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছেন সেতারা আক্তার মুক্তা। তিনি বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো। এতে আমার বেকারত্ব দূর হবে। আমরা যারাই প্রশিক্ষণ নিয়েছি, সবাই সাবলম্বী হবো।’

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘র‌্যাব আইনশৃঙ্খলা ঠিক রাখতে ও নিয়ন্ত্রণ করার পাশাপাশি অপরাধ প্রতিরোধের কাজ করে। র‌্যাব এটা নিয়মিত করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জানি, কেউ অপরাধী হয়ে জন্মায় না। সমাজ মানুষকে অপরাধী করে। পৃথিবীতে শূন্য অপরাধের কোনও দেশ নেই। তবে আমরা শূন্য অপরাধের দেশ হতে চেষ্টা করতে পারি।’

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা এমনও দেখেছি, মা তার জঙ্গি ছেলেকে র‌্যাবের হাতে তুলে দিয়েছে। আত্মসমর্পণ করা জঙ্গিরা স্বাভাবিক জীবনে এসেছে। তারাও কিন্তু ভালো হয়েছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন করা হয়েছে।’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, ‘তরুণ বয়সের ছেলেমেয়েরা বেশি অপরাধে জড়িয়ে পড়ছে। কেবল ফৌজদারি মামলা দিয়ে সমাজকে অপরাধমুক্ত করা যাবে না। যারা প্রথম পর্যায়ে অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সারা বিশ্বে এটাই হয়। আমাদেরও তাই করতে হবে।’

তিনি বলেন, ‘জলদস্যু ও বনদস্যু গ্রেফতারের পাশাপাশি অনেকে আত্মসমর্পণ করেছে। র‌্যাব কেবল আত্মসমর্পণ করায়নি, তাদের খোঁজ-খবর নেয় নিয়মিত। তাদের পুনর্বাসন না করা পর্যন্ত খোঁজ-খবর নেয়। র‌্যাবের এই পুনর্বাসনের বিষয়টিকে আরও বড় আকারে করলে দেশের মানুষ আরও উপকৃত হবে।

আরও খবর: জাতীয়