সারাদেশ

হাজতের গ্রিল ভেঙে পালানো ছগিরকে ধরেছে পুলিশ

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৬:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ কুমিল্লায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো একাধিক ডাকাতি মামলার আসামি ছবির হোসেন ছগিরকে (৩৩) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) বিকেলে জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছগির দুলাল পুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

ওসি জানান, ছবির হোসেন ছগির হোমনা থানায় দায়েরকৃত ডাকাতির ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি। ২০১৪ সালে তাকে গ্রেপ্তার করে থানায় আনার পর থানা হাজতের গ্রিল ভেঙে হাজত থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়। হাজত থেকে পালানোর দায়ে হোমনা থানায় কর্মরত আনোয়ার হোসেন নামের এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। তাকে গ্রেপ্তারের বহু চেষ্টা করেও সম্ভব হয়নি।

অবশেষে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ছগিরকে আগামীকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

আরও খবর: সারাদেশ