রাজনীতি

সেই দলের নিবন্ধন দিলো নির্বাচন কমিশন

  নীলাকাশ টুডেঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

 

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি।

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়েছে। তাদের প্রতীক দেয়া হয়েছে ‘সোনালী আঁশ’। দলটির নিবন্ধন নম্বর- ৪৫।

তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

 

ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১০৯৪৯/২০১৮ এর ২০১৮ সালের ৬ নভেম্বরের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩০২৪, ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩০২৩ অব ২০১৯ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চেপ্টারের বিধান অনুযায়ী তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। এই দলের জন্য সোনালী আজ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৪৫।’

এছাড়া প্রজ্ঞাপনে দলটির প্রধান কার্যালয় হিসেবে-৩৩ তোপখানা রোড, ১৫/সি (১৬তলা), পল্টন, ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।

আরও খবর: রাজনীতি