সারাদেশ

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করায় ২ জেলে কারাগারে

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ১০:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় দুই জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, গতকাল রবিবার রোববার সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির আওতাধীন সংরক্ষিত মুরালি খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা।

এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকা, কাঁকড়া ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেরা হলেন- বতুল বাজার এলাকার মো. হাছান (৩০) ও আবু রায়হান (২৪)।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানিয়েছেন, বজবজা টহল ফাঁড়ির আওতাধীন এলাকার মুরালি খালে অবৈধভাবে মাছ ধরার জন্য দুই জেলেকে আটক করা হয়। এ সময় নেকবত আলী নামের এক জেলে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। আটক দুজনকে বন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরও খবর: সারাদেশ