সারাদেশ

সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসী ও পাউবো কর্তৃপক্ষের সংঘর্ষ

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৩:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এলাকাবাসী ও পাউবো কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোটপুল বুড়ি তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা নদী খননে ব্যবহৃত এস্কাভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব।

আরও খবর: সারাদেশ