সারাদেশ

সাতসকালে বিএনপি নেতাকে পিটুনি

  নাটোর প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৪:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ

 

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর পাঁচটার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ (গুড়পট্টি) এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে জানান, দলের কর্মসূচি পালন করতে তিনি পন্ডিতগ্রামের বাড়ি থেকে রিকশা যোগে আলাইপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বলে শহরের গুড়পট্টি এলাকায় পৌঁছালে কোয়েল ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে। তারা আওয়ামী লীগের কর্মী।

নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, রহিম নেওয়াজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, জেলা বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতে সকাল থেকে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঠা এবং অস্ত্র নিয়ে অবস্থান করছে। কর্মসূচির চাইতে নেতাকর্মীদের জীবনের গুরুত্ব বেশি, তাই কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে অভিযুক্ত রাশিদুল ইসলাম কোয়েল বলেন, বিএনপির নৈরাজ্য প্রতিহত করার জন্য রাজপথে ছিলাম। রহিম নেওয়াজকে পিটিয়েছি।

 

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ভোরে রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তখনও পুলিশ মোতায়েন হয়নি। সকাল আটটার পর শহরে পুলিশ মোতায়েন হয়েছে। এরপর আর অপ্রীতিকর কিছু ঘটেনি।

আরও খবর: সারাদেশ