জাতীয়

সাঈদীর মরদেহের ময়নাতদন্তের বিষয়ে যা জানা গেল

  ঢাকা অফিস ১৫ আগস্ট ২০২৩ , ১১:৪৮:৫৩ প্রিন্ট সংস্করণ

 

পুলিশ ও কারাগার সূত্র থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাঈদীর মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এর আগে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সোমবার (১৪ আগস্ট) রাতে বলেন, চিকিৎসকের কাছ থেকে মৃত্যুসনদ পাওয়ার পর তা পুলিশকে দেয়া হবে। এরপর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠাবে।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে এই ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ সাঈদীর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে রাতে জামায়াতের প্রচার সম্পাদক মু.আতাউর রহমান জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে দেশের বাহিরে আছেন। তিনি রওয়ানা হয়েছেন। সকালে (মঙ্গলবার) জানাযার সময় ও স্থান জানানো হবে।

আরও খবর: জাতীয়