সারাদেশ

সমুদ্র সীমায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত দিলো ভারত

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ৫:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে ভাসতে ভারতীয় সমুদ্র সীমানায় চলে যাওয়া দুটি ট্রলারের ৩২ জেলে মোংলায় পৌঁছেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলায় পৌঁছান।

এর আগে সকালে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ থেকে জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়।

সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে জেলেদের বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় প্রথমে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করা হয় এবং পরে কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলার মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়।

রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়।

আরও খবর: সারাদেশ