সারাদেশ

শ্যামনগরে মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  শ্যামনগর প্রতিনিধিঃ ১১ মে ২০২৩ , ২:১১:২৩ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমূলক সভা ১১ মে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান- সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসডি মোঃ জাকির হোসেন, শ্যামনগর থানার তদন্ত ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা ,সি পি পি উপজেলার টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, ১২ ইউনিয়নের সকল চেয়ারম্যানগন, উপজেলা এনজিও ফোরামের সেক্রেটারী ও শ্যামনগর রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বিভিন্ন মিডিয়া কর্মী ও এনজিও প্রতিনিধি সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, ১২ টি ইউনিয়নের সকল সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া দোতালা বিল্ডিং মসজিদ, খোলা রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সি পি পি ও রেড ক্রিসেন্ট সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপকুলীয় ঝুঁকিপূর্ণ বেড়িবাধ গুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এমপি মহোদয় তার বক্তব্যে সকলকে প্রস্তুত থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।

আরও খবর: সারাদেশ