সারাদেশ

শ্যামনগরে বিজিবির কাছে ৯ নাবিককে ফেরত দিলো বিএসএফ

  শ্যামনগর প্রতিনিধিঃ ২৮ এপ্রিল ২০২৩ , ৪:১৯:২৮ প্রিন্ট সংস্করণ

 

শুক্রবার ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭বিজিবি এর সার্বিক সহায়তায় নৌযান এমভি রাফসান হাবিব-৩, ৯ জন নাবিকসহ আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ হতে ভারতে গমনকারি নৌযান এমভি রাফসান হাবিব-৩ (এম নং০১-১২৮০)এর ৯জন

নাবিক সহ ভারত জলসীমার ভিতরে প্রবেশ করায় হেঙ্গলগঞ্জ কোস্টাল পুলিশের তত্ত্বাবধানে তিন মাস পরিবার হতে বিছিন্ন থেকে মানবেতর জীবনযাপন করেব। এ ঘটনা সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ (১৭ বিজিবি) অবগত হওয়ায় অনতি বিলম্বে দুর্ঘটনা কবলিত নৌযানটি নাবিক সহ দেশে পত্যাবাসনের জন্য বিজিবি কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭বিজিবি) উক্ত প্রত্যাবাসন কার্যক্রম বেগমান করার জন্য বিএসএফ স্থানীয় প্রশাসন এবং অন্যান্য

প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে। এরই ফলশ্রুতিতে ২৮ এপ্রিল নীলডুমুর ১৭বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি বিএসএফ এর সহযোগিতায় সুন্দরবনের কাছিকাটা খাল দিয়ে দুর্ঘটনা কবলিত ০৯ জন নাবিক সহ নৌযান এমভি রাফসান হাবিব-৩ (এমনং০১-১২৮০) অন্য একটি জাহাজের সহায়তায় ( বাংলাদেশী M. V.TLN-22,M – 10684) চৌয়েংর মাধ্যমে প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।

আরও খবর: সারাদেশ