সারাদেশ

শ্যামনগরে খুনের আসামির ছবি ভাইরাল!

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২২ , ২:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে রাতের আঁধারে কুপিয়ে তাসকিয়া খাতুন কে হত্যা করেছে দূর্বৃত্তরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একজনের ছবি দিয়ে এই সেই খুনি এমনই দাবি করা হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে এটাই সকলের চাওয়া।

সচেতন মহল বলছে একটা মানুষ অন্য একটা মানুষকে খুন করার মত সিদ্ধান্ত নেয় তার ধৈর্যের চুড়ান্ত সীমা অতিক্রম করলে৷ এটা অপেশাদার খুনির জন্য৷

তাসকিয়া কে যেভাবে খুন করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে ভীষণ রাগে ক্ষোভে কোপের পর কোপ চালিয়ে হত্যা নিশ্চিত করেছে দূর্বৃত্তরা, এমন হতে পারে মৃত্যুর পরেও কুপিয়েছে৷

সে জন্য সঠিক তদন্ত হওয়ার আগে কাউকে ঢালাও দোষী বলে প্রচার করাটাও কতটা যৌক্তিক? সর্বোপরি এটা এখন আইনের অধীনে চলে গেছে৷

সাধারণ মানুষ ধারণা করে অনেক কথা বলতে বা লিখতে পারে৷ কিন্ত একজন সংবাদ কর্মী যদিও জানে যে এটা সত্য তবুও তথ্য প্রমাণ ছাড়া কোন কিছুই লিখতে পারে না৷

শুধু এই কারণে, কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় প্রক্রিয়া কি, সংগৃহীত তথ্য প্রচারের উপায় কি সব কিছুর জন্য ‘জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগে মানুষকে ডিগ্রী নিয়ে এসে তবে সংবাদিক হতে হয়৷

অনেককে দেখলাম, সাহেব আলী নামে একজনকে জড়িয়ে তাকে আটক করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিতে, আবার এটাও শুনেছি নিহত তাসকিয়া’র শাশুড়ি, জা-ভাসুর মিলে ৪ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

তবুও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাধারণ মানুষের দাবি- এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

আরও খবর: সারাদেশ