সারাদেশ

শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ১:২৩:১২ প্রিন্ট সংস্করণ

শ্যামনগর অফিসঃ

সাতক্ষীরা জেলার সর্ব দক্ষিনে শ্যামনগর উপজেলা সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপেটুয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনী নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ দেখতে শুক্রবার বিকালে খোলপেটুয়া নদীর দু-পাড়ে অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের দাউদ মিস্ত্রীর নৌকাটি ১ম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে কয়রা উপজেলার পুইজেলার সোনার তরী নামক নৌকাটি। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মোট ৭ টি নৌকা অংশ গ্রহণ করে।

নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ, কে,এম ইকবাল হোসেন চৌধুরী, বুড়িগোয়ালিনী সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডলসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃ-বৃন্দ।

আরও খবর: সারাদেশ