সারাদেশ

শ্যামনগরে ইভটিজিং এর অপরাধে বখাটাকে জেল ও জরিমানা

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ১১:১৫:১১ প্রিন্ট সংস্করণ

 

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর কলেজ পাড়া এলাকা থেকে ইভটিজিং করার দায়ে এক বখাটেকে ১ মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর কলেজের ছাত্রীদের কলেজে যাওয়া আসার পথে তিন মাস ধরে মুখে মাক্স ব্যবহার করে মোটরসাইকেল চালিয়ে ছাত্রীদের গা ঘেসে ও উড়না ধরে টান দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যেতো। এই ঘটনা কলেজ কতৃপক্ষের নজরে আসলে বিষয়টি পর্যবেক্ষণ করেন কলেজ কতৃপক্ষ। তারই আলোকে আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার জয়নগর গ্রামের মাজিদ শেখের ছেলে হাবিবুল্লাহ (২৫)কে ছাত্রীদেরকে ইভটিজিং করার সময়ে হাতে নাতে আটক করে কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত হাবিবুল্লাহকে এক মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেন।

এই বিষয়ে উক্ত কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম নীলাকাশ টুডে জানিয়েছেন, অভিযুক্ত হাবিবুল্লাহ মুখে মাক্স পরে মোটরসাইকেল চালিয়ে কলেজের ছাত্রীদের ইভটিজিং করে আসছে তিন মাস ধরে। আজ সোমবার তাকে হাতেনাতে ধরে আমরা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উনারা এসে জেল ও জরিমানা করেন। এই বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন নীলাকাশ টুডেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে হাবিবুল্লাহকে এক মাসের জেল ও নগদে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর: সারাদেশ