সারাদেশ

শ্যামনগরে অবৈধ ইট ভাটায় অভিযানে লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ৩:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

 

মহাসিন আলী, সীমান্ত প্রতিনিধি শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) শ্যামনগর পৌরসভা এলাকার সোনারমোড়েহক ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

অভিযানে জ্বালানি হিসেবে কাঠ, নিষিদ্ধ কালি, সোয়াবিনের গাঁথ, অনুমতি বিহীন মাটিকাটাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে হক ব্রিকস নামের ওই ইট ভাটার মালিককে সতর্কতামূলক এক লাখ টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শ্যামনগরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

তিনি জানান, প্রাথমিক অবস্থায় হক ব্রিকস এর মালিক বিল্লাল হোসেনকে সতর্কতামূলক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর: সারাদেশ