সারাদেশ

লোকালয় থেকে সুন্দরবনের হরিণ উদ্ধার

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৫:২০:৩৫ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ বরগুনার পাথরঘাটা থেকে একটি হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চরদুয়ানী এলাকার তাফালবাড়িয়া গ্রামের জমাদ্দার বাড়ি এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

পাথরঘাটা বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজারের জমাদ্দার বাড়ি সংলগ্ন একটি সড়ক থেকে ওই হরিণটি হাঁটাহাটি করতে দেখতে পান স্থানীয়রা। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় বন বিভাগের চরদুয়ানী বিট অফিসে খবর দেন। এরপর ওই অফিসের বনকর্মীরা হরিণটি উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আজ দুপুরে হরিণটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। পরে আমাদের কর্মীরা গিয়ে হরিণটি উদ্ধার করে হেফাজতে নিয়ে আসেন। হরিণটি সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, পাথরঘাটার একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ পাচার করে আসছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত হরিণটি ওই চক্রের কবল থেকে পালিয়ে এসেছে।

আরও খবর: সারাদেশ