সারাদেশ

লাশ হয়ে ফিরলো শ্যামনগরের যুবক

  শ্যামনগর প্রতিনিধিঃ ২০ মে ২০২৩ , ২:০৯:০৮ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার লক্ষ্মীখালী গ্রামে মৃত আবুল কাশেম মোড়লের ছেলে বাবু(৩০) ধান কাটা শ্রমিক হিসেবে মহাজনের বাড়িতে কাজ করতেন মাদারিপুর জেলায়।

গত ১২ মে নসিমনে (ইঞ্জিনভ্যান) করে মহাজনের বাড়িতে ধান নিয়ে যাওয়ার পথে নসিমনটি উল্টে গর্তে পড়ে যায়। এসময় নসিমনের তলে চাপা পড়ে বাবু। দীর্ঘ সময় কাদামাটিতে চাপা পড়ার ফলে তার পেটের মধ্যে কাদা মাটি ঢুকে এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। বাবুকে উদ্ধার করে স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেখানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসারত ছিলেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার কথা বলেছিলেন। ১৯ মে সকালে খবর আসে বাবু আর বেঁচে নেই। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরের দিকে বাবুর মরদেহ গাবুরায় পৌছুলে তাকে দেখার জন্য গাবুরার ডুমুরিয়া খেয়াঘাটে শোকার্ত মানুষের ঢল নামে। পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

আরও খবর: সারাদেশ