সারাদেশ

যে দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল

  প্রতিনিধি ২ জুলাই ২০২২ , ৪:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, তারা ইউরোপের দেশ বুলগেরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।

বুলগেরিয়া তাদের দেশে অবস্থিত রুশ দূতাবাসের ৭০ জন কূটনীতিকতে বহিস্কার করার পর এমন হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার এমন হুমকির কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপের শক্তিশালী এ বাণিজ্যিক ও রাজনৈতিক জোটটির পক্ষ থেকে বলা হয়েছে, বুলগেরিয়া আন্তর্জাতিক আইন মেনেই রুশ কূটনীতিকদের বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। যাদের বহিস্কার করা হয়েছে তারা আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করছিল।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এমন পরিস্থিতিতে বুলগেরিয়ার সঙ্গে আছে এবং বিষয়টি তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে।

এদিকে বৃহস্পতিবার বুলগেরিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, রাশিয়া বুলগেরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করার যে হুমকি দিয়েছে সেটি থেকে যেন তারা সরে আসে।

সূত্র: আল জাজিরা

আরও খবর: সারাদেশ