বিনোদন

যেভাবে ছড়ালো হানিফ সংকেতের মৃত্যুর গুজব

  প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১০:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

 

 

নীলাকাশ টুডেঃ ‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত’! মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই এ গুজব ছড়িয়েছে টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়। নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়।

এদিকে এমন খবরে লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তিত হয়ে পড়েন।

বুধবার (২৫ মে) হানিফ সংকেত সাংবাদিকদের বলেন, শুনেছি দুদিন আগে টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়।

তারপর সেটিকে সত্য মনে করে বেশ ক’জন দায়িত্বশীল ব্যক্তি আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।

হানিফ সংকেত জানান, গুজবের বিষয়টি তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছেন। তারা গুজব প্রচারকারীদের ধরতে কাজ করছেন। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।

এদিকে কিছু পেজ থেকে আবার দাবি করা হচ্ছে, হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার এক ভাই।

হানিফ সংকেত এই তথ্যটিও ভুল বলে বিরক্তি প্রকাশ করেন জানান, তার ভাই বছর খানেক আগেই মারা গেছেন।

আরও খবর: বিনোদন