সারাদেশ

মতীন্দ্র দাসের পক্ষ থেকে শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৫:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ দলিত পরিষদ (বি.ডি.পি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পক্ষ থেকে শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মতীন্দ্র দাস। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা সনের আশ্বিন মাসের শুক্ল পক্ষে ব্রক্ষ্মার বোধনের মাধ্যমে ২ রা কার্তিক ইংরেজি ২০ অক্টোবর ২০২৪, শুক্রবার ৫ দিন ব্যাপি দুর্গো উৎসব দূর্গতি নাশিনী রুপে দূর্গতি যে নাশ করে।

দৈত্য, বিগ্ন, রোগ, পাপ ও শত্রুর যিনি রক্ষা করেন, তিনি “মা” দূর্গা। অসুর ও দেবদাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সকল দেবদার মিলিত রশ্মি শক্তিই দেবী দূর্গা মা সম হয়ে মহিষা সুর বধ করেছিল,

তেমনি আমাদের দেশ গ্রামের অসুরের মত অন্যায় কাজের অত্যাচারের বিরুদ্ধে, যুদ্ধ করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে, উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সাম্প্রতিক সম্প্রতির দৃঢ়বন্ধনে শারদীয়া দূর্গোউৎসব সাম্য ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠুক এমনই প্রত্যশা করেন মতীন্দ্র দাস।

আরও খবর: সারাদেশ