সারাদেশ

ভোট গণনার আগেই রেজাল্ট সীটে স্বাক্ষর, জব্দ শীট

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আসনে ভোট গণনার আগেই রেজাল্ট সীটে স্বাক্ষর করেছেন প্রিজাইডিং অফিসার ফারুক আহমেদ। রবিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দল্লাহ কুদ্দুস বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে স্বাক্ষর করা রেজাল্ট সীট দেখে এর কারণ জানতে চান।
পরে সহকারী রিটার্নিং অফিসার আবু রাসেল ওই কেন্দ্রে গিয়ে স্বাক্ষরকৃত রেজাল্ট সীট বাতিল বলে ঘোষণা দিয়ে তা জব্দ করেন।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস অভিযোগ করে বলেন, তিনি ভোটের পরিস্থিতি দেখতে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষে যান। এ সময় তিনি রেজাল্ট সীটে পোলিং এজেন্টদের স্বাক্ষর দেখতে পান।

সেখানে রেজাল্ট কলামে কিছু লেখা নাই। তবে সীটে অন্যান্য দলের পোলিং এজেন্টদের স্বাক্ষর থাকলেও নৌকার কোন এজেন্টের স্বাক্ষর নেই।

প্রিজাইডিং অফিসার ফারুক আহমেদ জানান, আগে থেকেই কাজ সেরে রাখার জন্য এই কাজ করা হয়েছিল। তবে সেটা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

খবর পেয়ে দায়িত্বে থাকার নির্বার্হী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম ওই কেন্দ্রে যান। এই ঘটনায় তার কিছুই করার নেই বলে জানান ওই কর্মকর্তা।

পরবর্তীতে সরহকারি রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল ওই কেন্দ্রে গিয়ে রেজাল্ট সীট বাতিল ঘোষণা করে তা জব্দ করেন।

আরও খবর: সারাদেশ