সারাদেশ

ভুরুলিয়ায় কালভার্টের মুখ দখল করে পাকা ঘর নির্মাণ, জলবদ্ধতায় ফসলের ক্ষতি

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাহাতুল্ল্যাহ সড়কের মাথায় সরকারি খাল দিয়ে পানি নিষ্কাসনের জন্য তৈরি কালভার্টের মুখ দখল করে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় ভূমি দস্যুরা।

এই ঘটনায় এলাকা বাসি ফুঁসে উঠলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরব দর্শকের ভুমিকা পালন করেছে বলে স্থানীয়দের অভিযোগ। সূত্রে জানা গেছে, দেউলিয়া গ্রামের সামসুর রহমান নামে একজন ভুমিদস্যু চলমান বর্ষা মৌসুমে হাজার হাজার বিঘায় রোপণকৃত ধান্য ফসলের ক্ষতি করে বিলের পানি খাল থেকে সরানোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। স্থানীয়দের প্রশ্ন একজন ভূমি দস্যুর কারনে এলাকায় হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হতে চলেছে, অথচ ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। এই বিষয়ে হাবিবুর রহমান নামে একজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৫/০৯/২২ তারিখে একটি দরখাস্ত জমা দিয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আকতার হোসেন ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ হুমায়ুন কবির এর দৃষ্টি আকর্ষণ সহ জলবদ্ধতা সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহবান করেছেন।

আরও খবর: সারাদেশ