আন্তর্জাতিক

ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানে, বরখাস্ত ৩ কর্মকর্তা

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২২ , ৩:২২:৩৫ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ভারতের ছোড়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভারতীয় বিমান বাহিনীর দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ সালের ৯ মার্চ একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভুল করে ছোড়ার ঘটনা ঘটে। বিষয়টি তদন্তের পর জানা যায়, তিন কর্মকর্তা এই কাজের জন্য প্রাথমিকভাবে দায়ী। তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার পর পরই নয়াদিল্লি দায় স্বীকার করে নিয়েছিল। এক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছিল, ঘটনাটি ভুলবশত ঘটেছিল।

ঘটনার দুই দিন পর এক বিবৃতি ভারত জানায়, ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল।

 

এদিকে ক্ষেপণাস্ত্রটি কিছু স্থাপনার ক্ষতি করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ডিরেক্টর জেনারেল বাবর ইফতিখার।

আরও খবর: আন্তর্জাতিক