খেলা

বাংলাদেশকে বড় টার্গেট দিল ভারত

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ১০:০৬:১৬ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি এখন বাংলাদেশ ও ভারত। লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে ভারত ৬ উইকেটে তুলেছে ১৮৪ রান। এখন বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৮৫ রান।

অ্যাডিলেড ওভালে আজ টসভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুতে তাসকিন আহমেদের আঁটসাঁট বোলিং চাপে ফেলেছিল ভারতকে। রোহিত শর্মা ফিরলেও দারুণ ব্যাটিংয়ে ঠিকই ফিফটি পান লোকেশ রাহুল। সাকিব আল হাসান এসে এনে দেন ব্রেক থ্রু।

এর পর থেকে বাংলাদেশ উইকেট পেয়েছে, তবে ভারত ঠিকই পেয়ে গেছে ১৮৪ রানের সংগ্রহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সর্বোচ্চ সংগ্রহ।

ভারতকে বোড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব কোহলির ৪৪ বলে ৬৪ রানের ইনিংসের। মাঝে সূর্যকুমারের ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দারুণ মোমেন্টাম পায় ভারত। তবে বাংলাদেশ ফিরে আসে আবার। দীনেশ কার্তিক ঠিক ফিনিশ করতে পারেননি, তবে শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিন খেলেছেন ৬ বলে ১৩ রানের ক্যামিও।

আরও খবর: খেলা