সারাদেশ

প্রেমিকের পরিবারের অপমান, ক্ষোভে কিশোরীর ফাঁসে ঝুলে মৃত্যু

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৯:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ শরীয়তপুরে প্রেমিকের পরিবারের অপমান সহ্য করতে না পেরে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে রুদ্রকর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কিশোরী (১৭) ও তার প্রেমিক (১৭) সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের মা জানান, তার মেয়ের সাথে সহপাঠীর প্রেমের সম্পর্ক ছিল। তবে আগে তারা এ বিষয়টি জানতেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমের বিষয়টি ওই কিশোরের পরিবার জানলে তারা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালে কিশোরের মা ও সেনাসদস্য বড়ভাই স্কুলে গিয়ে ওই কিশোরীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেন। পরে অসুস্থতার কথা বলে ছুটি চাইলে তাকে স্কুলের দপ্তরী বাড়ি পৌঁছে দেন।

কিশোরীর পরিবারের অভিযোগ, অপমানিত হওয়ার ক্ষোভে বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী।

এব্যাপারে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, আত্মহত্যার বিষয়ে তিনি জানেননা। তবে ওই ছাত্রী অসুস্থ বললে তাকে দপ্তরী দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে৷ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কিশোরের পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, এ ঘটনা মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর: সারাদেশ