সারাদেশ

পর্যটকদের ওপর হামলা, আহত ২০

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৬:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের চুনারুঘাটে পর্যটক কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিন ল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে।

 

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্যামব্রিয়ান কলেজের প্রায় ৯০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক দুটি বাসে করে গ্রিন ল্যান্ড পার্কে শিক্ষা সফরে আসেন। পথে একটি অটোরিকশা টমটমের চালকের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ওই টমটম চালক ও তার আত্নীয় স্বজনরা বেপরোয়া হয়ে পার্কের ভেতরে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় ২০ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়।

আহতরা হলেন- নাঈম (১৮), আব্দুল্লাহ সাঈদ (১৭),আলেক (২৮), সাকিব (১৭) সুলতান (১৯),গফুর (১৯), সাদিয়া (১৮), মাইষা (১৬), ফাইজা খানম (২৩), খালেদ (১৭), ইমন আদম্মদে (১৮), রাশেল (৩৩), তালহা (১৭), প্রিতি আক্তার (১২) রেখা আক্তার (২৯), মাহফুজ (২০)। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ দুলাল আহম্মেদ বলেন, শিক্ষা সফরে গ্রিন ল্যান্ড পার্কে আসার পর দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা করে।

গ্রিন ল্যান্ড পার্কের ব্যবস্থাপক জাহিদ আদম্মেদ বলেন, দুর্বৃত্তরা বহিরাগত ছিল। তারা শিক্ষা সফরে আসা ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়।

 

আরও খবর: সারাদেশ