সারাদেশ

পত্রদূতের শিরোনামে “শুনলাম ইয়ারবের কারনে ঈগল পকাৎ” এর রহস্য!

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৪ , ৪:২১:২৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার একটি শিরোনামে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিরোনামটা মুলত করা হয়েছে সাংবাদিক ইয়ারব হোসেনের ফেসবুকের পাঠকের মন্তব্য ঘিরে। নীলাকাশ টুডে এর পাঠকের জন্যে পত্রদূত পত্রিকার সংবাদটি হুবহু প্রকাশ করা হয়েছে।

পত্রদূত পত্রিকায় বলা হয়েছে , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। তার কাছে ৬০ হাজার ৯১০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন সাতক্ষীরা সদর আসনের বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তার এই বিশাল ব্যবধানে পরাজয়ের পর গতকাল (৮ জানুয়ারি) ফেসবুকে লাইভে তার সাক্ষাৎকার গ্রহণ করেন ৭ জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের কর্মী সাংবাদিক ইয়ারব হোসেন। এই লাইভ প্রচারের সময় পেজটিতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। বেশ কয়েকটি মন্তব্য এখানে তুলে ধরা হলো:
পবিত্র কুমার লিখেছেন, “তিনি মেম্বারও হওয়ার যোগ্য না শুরু বিনা ভোটে পাশ করেছিল তাই এমপি হয়েছিল।”
এমএ বিল্লাল হোসেন লিখেছেন, “তেল মারতে মারতে জীবন শেষ।”
মেহেদী হাসান লিখেছেন, “একজন সাংবাদিক এভাবে প্রকাশ্যে দল/পার্টির হয়ে কথা বলতে পারেন না।”
এমডি কাজল লিখেছেন, “তার রাজনীতি এখন থেকে চিরতরে শেষ হয়ে গোলো…।”
আল আমিন লিখেছেন, “সাংবাদিকতা বাদ দিয়ে আওয়ামী লীগ করেন…।”
হাবিবুর রহমান লিখেছেন, “জাগায় নাথিং।”

খালেদ ইমরান রিপন লিখেছেন, “সমাজের আলোর কারণে সাতক্ষীরা-২ আসনে ঈগল প্রতীক হেরে গেছে।”
হোসেন সাদ্দাম লিখেছেন, “আপনার বিচার আপনার জনগণই করতেছে।”
এমডি কাজল লিখেছেন, “তাকে সাধারণ মানুষ ভালোবাসে না।”

রুহুল আমিন লিখেছেন, “আমার কাকুর আজ শেষ পেমেন্ট।”
এমডি মোকতারুল ইসলাম লিখেছেন, “শুনলাম ইয়ারবের কারণে ঈগল পকাৎ।”
ইশান সজল লিখেছেন, “একেবারে জায়গায় নাথিং।”
জুয়েল রানা লিখেছেন, “তেলবাজি ইয়ারব।”
এসএক রফিকুল লিখেছেন, “আপনার কথাগুলো ভাল। কিন্তু আপনার পাশে ছিল দালাল।”
এমডি সাহানুর রহমান লিখেছেন, “সমাজের আলো হচ্ছে কিছু মানুষের মাল নিয়ে বিভিন্ন মানুষের নামে নিউজ করে।”

সমাজের আলোর পক্ষ থেকে পেইজে লেখা হয়েছে, “সাতক্ষীরা সদর আসনে নিয়ন্ত্রিত জয় লাঙ্গলের। নিয়ন্ত্রিতভাবে ঈগলকে হারানো হয়েছে।” এই লেখা পোস্ট করার পর কয়েকজন মন্তব্য করেছেন। যে মন্তব্যের কয়েকটি এখানে তুলে ধরা হলো:
শেখ রিফাত হোসেন লিখেছেন, “পাগল হয়ে গেচেন কাক্কু? এত ভুল বকলে লোকে পাগল বলবে তো।”
এসএম রেজওয়ান জামিল লিখেছেন, “হালকা লাল পানি মেরে গাজা খেয়েছে মনে হয়।”
মহিবুল্লাহ লিখেছেন, “লাঙ্গল চাষ দিয়ে দেছে কাক্কু।”
এমডি শাহিন হোসেন লিখেছেন, “পাগলা গারদে ভর্তি হও।”
মো: আল আলামিন লিখেছেন, “আপনার মাথা ঠিক নাই তো বড়ভাই।”
শেখ ইসমাইল হোসেন লিখেছেন, “পাবনার মাল সাতক্ষীরায় আয়লো কেমনে…?”

 

আরও খবর: সারাদেশ