সারাদেশ

নৌকার প্রার্থীর নির্দেশে হামলা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০

  প্রতিনিধি ৪ জুন ২০২২ , ১২:৪০:২১ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থীর নির্দেশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদারসহ ২০ জন সমর্থক আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) বিকাল ৫টায় সরল ইউনিয়নের মিনজিরীতলা হাকিমিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার (৭০), আমান উল্লাহ (৩২), মোহাম্মদ হাসান (২২), আহমদ উল্লাহর (৩০) নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সরল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার প্রচারণা চালিয়ে মিনজীরিতলা হাকিমিয়া মাদ্রাসার সামনে পৌঁছন। সেখানে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার বলেন, আমি প্রচারণা চালাতে গেলে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর নির্দেশে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ চৌধুরী নিজেই উপস্থিত ছিলেন। এ হামলায় আমিসহ আমার ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সরল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ চৌধুরী বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা শুনেছি। কে বা কারা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর ওপর হামলা করেছে আমি জানি না। এ ঘটনায় আমাকে জড়িয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, সরল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেফতার করা হবে।

আরও খবর: সারাদেশ