সারাদেশ

নীলাকাশ টুডেতে সংবাদ প্রকাশ, ডিসির নির্দেশে লটারি টিকিট বিক্রি বন্ধ

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৭:০৪:২১ প্রিন্ট সংস্করণ

 

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার কালিগঞ্জে লটারীর মাধ্যমে প্রতিদিন ২০ লাখ টাকা লুটপাট, নিঃস্ব হচ্ছে খেটে খাওয়া মানুষ এই শিরোনাম সংবাদ প্রকাশ করা হয়। এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে আজ সোমবার সকাল পৌনে দশটার দিকে নীলাকাশ টুডে এর এই প্রতিবেদক কথা বললে তিনি লটারির টিকিট বিক্রি বন্ধ করে দিবেন বলে জানিয়েছিলেন।

এর পরে দুপুরে সাড়ে ১২ টার দিকে লটারি টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। লটারি টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের উপরে সাধারণ মানুষ খুশি। এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নীলাকাশ টুডে’কে জানিয়েছেন, জনসাধারণের কল্যানে দ্রুত টিকিট বিক্রি বন্ধের নিদের্শ দেওয়া হয়।

আরও খবর: সারাদেশ