সারাদেশ

নওয়াবেকি গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) প্রসপারিটি প্রকল্পের অপুষ্টি পরিবারকে খাদ্য ও ড্রাম বিতারন

  শ্যামনগর অফিসঃ ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:২৯:২০ প্রিন্ট সংস্করণ

 

নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) প্রসপারিটি প্রকল্পের পক্ষ থেকে ২২ শে ফেব্রুয়ারিতে বুধবার বিকেল তিন টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অফিস চত্বরে প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পাউন্ডের উদ্যোগে অপুষ্টি পরিবারকে খাদ্য ও অতিদরিদ্র পরিবারকে ড্রাম বিতারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় ৩৫ জন ম্যাম বাচ্চার পরিবারকে চাউল, ডাল, তেল, লবন, গুড়, আটা, আলু, মিষ্টি কুমড়া, রঙিন শাকসবজি, বিভিন্ন মশাল্লাহ ও অতি দরিদ্রদের মাঝে ২ হাজার লিটার পানি সংরক্ষণের জন্য ড্রাম দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এনজিএফ এর সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) জি এম শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এনজিএফ এর মাইক্রোফ্র্যান্স পরিচালক আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফ মনিটরিং মাহাবুবুল আলম সহ আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ ইকরামুল আলম, পুষ্টিবীদ রাকিব হাসান, কৃষিবীদ কামরুল হাসান সেখ, সিএম সুমির গাইন, এম আই এস অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ।

আরও খবর: সারাদেশ