সারাদেশ

দেবহাটায় আল ফুরকান দাওয়াহ একাডেমি ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআনের আলোকে তাবলীগের ইজতেমা

  প্রতিনিধি ১ মার্চ ২০২৪ , ৮:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ

 

বিশেষ প্রতিনিধি

দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে সমাজের শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক জীবনযাপন গঠনে ইসলামের প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারি ধারাবাহিকতায় আগামী ২রা মার্চ রোজ শনিবার বাদ মাগরিব হতে সাতক্ষীরার দেবহাটা খেজুর বাড়িয়া মাদানী নগর দক্ষিণপাড়ায় ইসলামের আলোকে আল ফুরকান দাওয়াহ একাডেমি ও এতিমখানার উদ্যোগে তাবলীগী ইজতেমার আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃআ.ফ.ম.রুহুল হক এম.পি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম ,আতাউল হক দোলন এম পি, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তাফসিরুল কোরানের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ভারতের মুর্শিদাবাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ, ব্রাদার রাহুল হুসাইন, সাতক্ষীরা দারুল হাদিস আহমদীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সোহেল বিন আকবর মাদানী, পিএইচডি গবেষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাম্মাদ সাঈদুর রহমান।

আরও খবর: সারাদেশ