সারাদেশ

টেকনাফে র‌্যাবের বিশেষ অভিযানে পঞ্চাশ হাজার ইয়াবাসহ – গ্রেফতার এক

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ৪:৪৭:৪৭ প্রিন্ট সংস্করণ

এস,এম, লুতফার সিকদার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

কক্সবাজার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার
পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানছড়িপাড়ার মোঃ ইলিয়াছের ছেলে মোঃ সোহেল( ২২)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক ল’ এন্ড মিডিয়া
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ১১ জানুয়ারী রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার জনৈক মোঃ ইলিয়াছ এর বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল জনৈক মোঃ ইলিয়াছ এর বসত বাড়ীর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ সোহেল নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর এক মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোন উত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো ও সনাক্তমতে তার বসত-বাড়িতে তল্লাশী করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, পলাতক আসামীর সাথে যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ
আটককৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর: সারাদেশ