জাতীয়

জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক

  নীলাকাশ টুডেঃ ১৮ জুলাই ২০২৩ , ১১:৫১:৩০ প্রিন্ট সংস্করণ

 

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন। জামিন পাওয়া দুই চিকিৎসক হলেন হলেন মুনা সাহা ও শাহজাদী মোস্তাকি।

গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতাল থেকে এই দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
এর আগে নবজাতকের বাবা ইয়াকুব আলী চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে পড়েছে, এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়।

আরও খবর: জাতীয়