সারাদেশ

জামায়াত থেকে মৎস্যজীবী লীগে, গ্রেপ্তার নাশকতার মামলায়

  নীলাকাশ টুডে ৮ সেপ্টেম্বর ২০২৩ , ২:১৯:০১ প্রিন্ট সংস্করণ

 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের নাশকতা মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া ইউনিয়নের খান মোহাম্মদ সিকদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল আজিজ ওই এলাকার মজিদার পাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

এ ছাড়া তার বিরুন্ধে রাতের আঁধারে পুকুর সেচে মাছ চুরিরও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ২০১৩ সালের জামায়াত-শিবিরের একটি নাশকতা মামলায় তার সাজা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আজিজকে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর: সারাদেশ