সারাদেশ

ছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২২ , ৩:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ছয় বছর আগে রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীকে হত্যার দায়ে গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ রোববার এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন আল মামুন। তিনি কেরানীগঞ্জের একটি কোচিংয়ে শিক্ষকতা করতেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি বিমল সমাদ্দার।

 

মামলার কাগজপত্র থেকে জানা গেছে, কিশোরী পারুল কেরানীগঞ্জের একটি স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারুলের গৃহশিক্ষক ছিলেন আসামি আল মামুন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারুল অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০১৬ সালের ২০ জুলাই রাজধানীর সদরঘাটে বরগুনাগামী একটি লঞ্চের কেবিনে পারুলকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন আল মামুন। লঞ্চের কর্মচারীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই বছরই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। পরের বছর ২০১৭ সালে আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

আরও খবর: সারাদেশ