সারাদেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ জন নিহত

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৬:০৯:০৬ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সন্ধ্যার পর খেপুপাড়া, ভোলা, বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল।

তিনি বলেন, ভোরের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণ শক্তি নিয়ে ভোলা জেলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। এরপর ভোরে শেষ শক্তি দিয়ে আঘাত করে দুর্বল হয়ে বিদায় নেবে। তবে এর প্রভাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ চাঁপাপড়ে

কুমিল্লার নাঙ্গলকোট হেসাখালে ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের তিনজন মৃত্যু হওয়ার খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিক ভাবে জানা গেছে নিহতরা স্বামী স্ত্রী ও মেয়ে। এবং ভোলায় গাছ চাপায় দুইজন নিহত হয়েছেন। নড়াইল ও বরগুনায় একজন করে আরও ২ জন মারা গেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আরও খবর: সারাদেশ