সাহিত্য

খাঁচাবন্দি পাখি – সাইফুল্লাহ সাজু

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

কবিতা

সূর্য ডোবা রাত দেখি না,
দেখি না জ্যোৎস্নাভরা তারা ।
লোহার খাঁচায় বন্দী আমি
মনটা পাগল পারা ।।
আমার স্বভাব উড়ে বেড়ানো
রেখেছে আমায় বন্দী,
পরাণ আমার ডুকরে কাঁদে
চোখ মেলে পড়ে সলিল- সন্ধি ।।

শিশির ভেজা সকাল দেখি না,
দেখি না সবুজ – শ্যামল পাঁট ।
চার দেয়ালে বন্দী থেকে
সারাদিনই নিরামিষ কাটে,
নেই কো খেলার মাঠ ।।

আমার খাদ্য ইচ্ছা স্বাধীন
যখন যেটা পায় ।
খাঁচার ভেতর বন্দী করে বাধ্য করে,
একই খাবার প্রতিদিনই খাওয়ায় ।।
আস্তে আস্তে শরীর কমে
হয়ে যাচ্ছে ক্ষীণ ।
সঙ্গী ছাড়া খাঁচায় বন্দী আছি বহুদিন ।।
মনটা আমার খুবই খারাপ
দাওনা গো ভাই ছেড়ে,
নয়তো অভিশপ্ত জীবন পাবে
আমায় প্রাণে মেরে ।।
মুক্ত আকাশে পক্ষীপালে
উড়ব আমি ডালে ডালে,
এ মিনতি জানাই তোমার চরণ তলে ।
দেখব আমি জগতটাকে ।।

যে শিক্ষা দিয়েছ আমায়
হে প্রভু! ধরে যেন রাখি ।
আজ থেকে প্রতিজ্ঞা করলাম,
রাখব না আর কোনদিনই
খাঁচায় বন্দী পাখি ।।

২০/০১/২৪

আরও খবর: সাহিত্য